দল পরিবর্তন করব না, কর্মী হিসেবেই কাজ করে যাব : তৈমূর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দলের নির্দেশনা না মেনে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমাকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করব না বা অন্য কোনো দলেও যোগ দেব না। কর্মী হিসেবেই কাজ করে যাব। রাজনীতি করতে দলের প্রয়োজন আছে। কিন্তু, পদের প্রয়োজন নেই। নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে ১৯ই জানুয়ারি বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এসকল কথা জানান তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব।

বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর বলেন, মহাসচিব ঘোষণা দিলেন, দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যেতে চায়, যেতে পারবে। আমি নারায়ণগঞ্জের খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করি। আমি যখন ভোটে গেলাম, দল থেকে কেউ আমাকে টেলিফোন করে বা চিঠি দিয়ে বলেনি যে, নির্বাচনে যাওয়া যাবে না।

তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতির বাক্স। আগে বলা হতো, এটি ভোট চুরির বাক্স। কিন্তু না, এটা আসলে ভোট ডাকাতির বাক্স।

তৈমূর আরও বলেন, আমি মনে করি, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু, পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এ সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে  জানায়নি। তবে, আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী হিসেবে কাজ করে যাব। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।

নির্বাচনে তৈমূরের হয়ে কাজ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তৈমূর আলম খন্দকার বলেন, আমার জন্য যা-ই হয়েছে, কিন্তু, এরকম একজন এ টি এম কামাল নারায়ণগঞ্জে তৈরি করা অনেক কঠিন ব্যাপার হবে। দলের জন্য বহুবার মৃত্যুকে আলিঙ্গন করেছে সে।

উল্লেখ্য, এরআগে ১৮ই জানুয়ারি মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাড. তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল এবং দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

পৃথক চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে (তৈমূর আলম টি এম কামাল) দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

অন্যদিকে এর আগে তৈমূর আলম খন্দকারকে ২০২১ সালের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ৩ই জানুয়ারি সোমবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে কামালের পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। বিষয়টি নিশ্চিত করে আব্দুস সবুর খান সেন্টু জানান, বিএনপির সকল পদ ও সাধারণ সদস্য পদ থেকেও এটিএম কামালকে বহিষ্কার করেছে দল। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আমাকে।

add-content

আরও খবর

পঠিত