নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সব থানা-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৬ই জানুয়ারি বিকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক পদে ছিলেন নিজাউদ্দিন। আর মহানগরের সভাপতি জুয়েল হোসেন এবং সেক্রেটারি ছিলেন সাইফউদ্দিন আহমেদ দুলাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সব থানা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয় জানান, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই হয়তো কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ব্যাপারে আমরা একটি বিজ্ঞপ্তি পেয়েছি।

add-content

আরও খবর

পঠিত