নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর (নাসিক) নির্বাচনে আলোচিত সেই করোনা হিরো মাকছুদুল আলম খন্দকার খোরশেদ টানা চতুর্থবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৬ই জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর (নাসিক) নির্বাচন। সিটি নির্বাচনে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭ শত ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ ফয়েজ উল্লাহ (ফয়েজ) রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২ ভোট। খোরশেদ নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীকে মোট ১২ হাজার ৭ শত ৭০ ভোটে বিজয়ী লাভ করেন।
উল্লেখ্য, মানবিক সংগঠন টিম খোরশেদ টিম লিডার এবং টাইম টু গীভ এর এডমিন মেম্বার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনা মহামারী চালাকালীন মৃতদেহের লাশ দাফন করে নানা রকম মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন তিনি। করোনাকালে স্যনিটাইজার তৈরী এবং বিতরণ করেন খোরশেদ। বিশেষ করে লকডাউন চলাকালীন সময় খোরশেদ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এদিকে, টিম খোরশেদ দাফন সৎকার, অক্সিজেন, প্লাজমা ও এম্বুলেন্স সাপোর্ট, টেলিমেডিসিন ছাড়াও রমজান মাসে বিনামূল্য প্রতিদিন এক হাজার পরিবারকে সবজি বিতরণ, ৯ হাজার পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার, কাজ হারানো মানুষকে ক্ষুদ্র ব্যাবসার পুজি ও একাধিক রিক্সা ও ভ্যান উপহার দিয়েছেন মানবিক সংগঠন টিম খোরশেদ। তাছাড়া রমজান মাসে মধ্যরাতে ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন খোরশেদ। এছাড়াও ২০০৪ সাল থেকে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার ওয়ার্ডের মসজিদ সমূহে ইতিকাফে অংশ নেয়া মুসল্লিদের সম্মানিত করে আসছেন।