পৌর মেয়র রফিকুলকে হত্যার চেষ্টা, গ্রেফতার ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ আহত হয়েছে। এ ঘটনায় কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামকে হত্যার চেষ্টায় গাড়ী লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে সন্ত্রাসীরা।  সংর্ঘষের ঘটনায় ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই আল-আমিন এবং রিফাত মিয়া গুরুতর আহত হয়। ১৩ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুলিশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির টেক্সটাইল মিলে অভিযান চালায়ে ১০ জনকে গ্রেফতার করেছেন। ১২ই জানুয়ারি বুধবার রাতে উপজেলার কালাদী ও বৃহস্পতিবার সকালে কাঞ্চন পৌর বাজারে এসব ঘটনা ঘটে।

কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যার পর মেয়র স্থানীয় কলাতলী এলাকা থেকে কাঞ্চন আসার পথে কালাদী লস্কর বাড়ীর টেক এলাকায় পৌচালে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে তার ব্যবহৃত গাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরন ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীরা।

গোলাম রসুল কলি বলেন, মেয়রের সাথে আমার ব্যক্তিগত কোন সমস্যা নাই। আমি রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ায় এবং এলাকাবাসী আমাকে আগামীতে মেয়র হিসাবে দেখতে চায় এই প্রচারণা করায় তার লোকজন আমার লোকজনের উপর  হামলার ঘটনা ঘটায়। বৃহস্পতিবার সকালে রিফাত নামে আমার এক কর্মীকে মেয়রের লোকজন পিটিয়ে আহত করে। পরে দুপুরে মেয়রের দুই কর্মীকে আমার লোকজন দু-একটি চার থাপ্পর দেয়।

মেয়র আরো অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই আল আমিনকে পেয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গোলাম রসুল কলির টেক্সটাইল মিলে অভিযান চালিয়ে তার বাহিনীর সদস্য

টুটুল, নবীউল হাসান শান্ত, সুজন, আমিন, লোহা শাহীন, ইকবাল, মাসুদ রানা, রিফাত, আব্দুর রাজ্জাক ও রিয়াজকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় পুলিশ গোলাম রসুল কলির টেক্সটাইল মিলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হযেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত