নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : রাজপথে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে ঠেলাগাড়ি মার্কার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় এলাকার স্থানীয় সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে গণসংযোগে অংশ নিলে গণসংযোগটি গণজোয়ারে রূপ নেয়। শহর জুড়ে কাউন্সিলর খোরশেদ এবং তার নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ি মার্কার শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে তুলে।
১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন গণসংযোগে পুরুষদের পাশাপাশি অসংখ্যক নারী স্বত:স্ফূর্ত গণসংযোগে অংশগ্রহণ করেছে। ১২ই জানুয়ারি বুধবার বিকালে গণসংযোগটি মাসদাইর তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কুড়িপাড়া, গলাচিপা, কলেজ রোড, চাষাড়া সহ ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়।
এ সময় পথের দুইপাশের দাঁড়িয়ে থাকা এবং সুউচ্চ ভবন থেকে সাধারণ ভোটারা হাত নেড়ে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর গণসংযোগকে স্বাগত জানান। একই সাথে সকলেই কাউন্সিলর হিসেবে মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে যোগ্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করে আগামীতেও বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খোরশেদ এর ব্যাপারে সাধারন ভোটাররা জানান, খোরশেদ একজন জনপ্রিয় কাউন্সিলর। তিনি দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। করোনার সময় তিনি অনেক সাহায্য করেছেন। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। গভীর রাতে মানুষের ঘরে ঘরে খাবার, ওষুধসহ নানা সামগ্রী দিয়েছেন। ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করবেন।
এদিকে, ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে খোরশেদকে দেখা মাত্রই তরুণ, যুবক, নারী ও পুরুষরা ছুটে আসতে দেখা যায় । গণসংযোগকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তার বড় ভাইয়ের হাতি মার্কার পক্ষেও ভোট চান খোরশেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আলহামদুলিল্লাহ ! আল্লাহ সহায়ক হলে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে জিতবো, ইনশা আল্লাহ্। জনগণ যথেষ্ট পরিমাণে সারা দিচ্ছে এবং আমি জনগণের জন্য এই পর্যন্ত যা না করেছি তার চেয়ে মানুষের রেসপন্স অনেক বেশি। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া এবং জনগণের প্রতি ১৩ নং ওয়ার্ডবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
১৩ নং ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানিয়ে খোরশেদ বলেন, ওয়ার্ডবাসীর প্রতি আমার আহ্বান আপনারা ভোট কেন্দ্রে আসবেন। যাকেই ভোট দেননা কেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা না আসলে ভোট চোরেরা সুযোগ পাবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। যদি আমাকে আপনারা বিপদে–আপদে পাশে পেয়ে থাকেন আমাকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিবেন। কিন্তু প্রথম দাবি আপনারা ভোট দিতে আসবেন।