নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ক্ষুধার কষ্ট বুঝি তাই মানুষের সেবা করার চেষ্টা করি মন্তব্য করে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন বলেছেন, আমি আল্লাহকে স্বাক্ষি রেখে বলছি, কোনো মা, ভাই–বোন যারাই আমার কাছে যায়, আমি কিন্তু কোনোদিন নির্বাচনের উদ্দেশ্যে কাউকে সাহায্য করিনা, চুপ করে সাহায্য করার চেষ্টা করেছি। কেননা আমি নিজে ক্ষুধার্ত ছিলাম, আরেকজনের ক্ষুধার কষ্টটা আমি বুঝি। সেখান থেকেই আমি সাহায্য করি। ১১ই মঙ্গলবার জানুয়ারি বিকালে জিমখানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১৬নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠককালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, আমি কোনো জমিদারের সন্তান না, আমি একজন গরীবের সন্তান। আপনারা অনেকেই আমাকে চিনেন এবং আমার সম্পর্কে জানেন। আমার বাবা যখন মারা যায়, তখন আমাদের ঘরে মাত্র ৫০০ টাকা ছিলো। আমাদের ঘরটা ছিলো চারদিকে বেড়া, উপরে টিন, আমাদের ঘরে একটা ফ্যানও ছিলো না, আমরা কখনো ফ্যানের বাতাস পাই নাই, হাতপাখা দিয়ে আমরা ঘুমাইছি। এরকমও দিন গিয়েছে যখন আমি দুই বেলা খেতে পারি নাই, ক্ষুধার্ত ছিলাম, কিন্তু কারো কাছে একটি টাকাও চাইতে পারি নাই। কেননা আমি স্টুডেন্ট ছিলাম, লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে পারি না, ঘরের মধ্যে ২ কেজি চালও ছিলো না। আমি ওই লেভেল থেকে আজকে আমি এই জায়গায় এসেছি। আজ আমি গার্মেন্টসের মালিক হয়েছি, বিকেএমইএর পরিচালক হয়েছি, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি এবং দেওভোগ পানির ট্যাংকি বাইতুস সালাত জামে মসজিদের সভাপতি হয়েছি। আমি আল্লাহর ঘরের সভাপতি এর চাইতে বড় সম্মান পৃথিবীতে আর কিছু হতে পারে না।
উঠান বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, কুরবান আলী কানু, মো. নাহিদ, মো. সোহরাব, মো. তারা মিয়া, মাসুম, জুম্মন, আহাদ সহ জিমখানা এলাকাবাসীর গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
যাচাই–বাছাই করে যোগ্য মনে হলে ব্যাডমিন্টন প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান, অনেকেই আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। আমার সম্পর্কে খোঁজ নিবেন, যে আমি কেমন ? যাচাই–বাছাই করে যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে দয়া করে আমার ব্যাডমিন্টন প্রতীকে একটা ভোট দিবেন। পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজনকেও বলে দিবেন তারা যেন আমাকে ভোট দেয়।