নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ৮ই জানুয়ারি শনিবার কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে থাকা মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

এদিকে, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগের মহানগর নেতাদের তেমন কোনো প্রচারণা ছিল না। মাঝে ১ দিন প্রচারণা করলেও আর দেখা যায়নি। মহানগর বিলুপ্ত করলেও জেলা কমিটি বলবৎ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ২৮ জুলাই রবিবার হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে ১৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন। পরে ওই বছরই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগ।

add-content

আরও খবর

পঠিত