ক্রিয়েটিভ স্পোর্টিংকে হারিয়ে না.গঞ্জ ক্রিকেট একাডেমী জুনিয়র জয়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০২১-২২ এর ৪র্থ ম্যাচে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী জুনিয়র ১৩১ রানের বড় ব্যবধানে ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে।

৮ই জানুয়ারি শনিবার সকালে টস জিতে তারা প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২২৩ রান তোলে ৮ উইকেট খুইয়ে। দলের নোমান মোল্লা ৫৮ বলে ৬২ করেন ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে। উইকেট কিপার কাইমুল মুন্না ৩ চারে করেন ৪৮ রান। শাহরিয়ার ১ চার ও ১ ছয়ে ১৬, অলিউল্লাহ ১ ছয়ে ১৪ এবং অধিনায়ক হাসিব ১ চারে করেন ১৪ রান। মিষ্টার অতিরিক্ত ছিল ৪৩! ক্রিয়েটিভের খসরু ৩টি এবং আবিদ ২ উইকেট পান। জবাব দিতে গিয়ে ভালই খেলছিল ক্রিয়েটিভ। কিন্তু শেষের দিকে আর পারেনি। স্পিন বিষে জর্জিত হয়ে সবাই ফিরে ৯৩ রানে। সাইফ ফিরেন ২ চারে ২৮ রানে। মেরাজ করেন ১ চারে ১৬, শামিম ১ চার ও ১ ছয়ে ১৪ রান পান। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী জুনিয়রের হাসিব ৪টি এবং মামুন ও তানভিরুল ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী জুনিয়র : ২২৩/৮(৫০ ওভার) নোমান মোল্লা-৬২, কাইমুল-৪৮, শাহরিয়ার-১৬, অলিউল্লাহ-১৪, হাসিব-১৪। অতিরিক্ত : ৪৩। খসরু-৩/৪০, আবিদ-২/৩৭।

ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব : ৯৩/১০(৩০.৪ ওভার) সাইফ-২৮, মেরাজ-১৬, শামিম-১৪। অতিরিক্ত : ২৫। হাসিব-৪/৬, মামুন-২/৪, তানভিরুল-২/১৬।

৯ই জানুয়ারি রবিবার সকাল ৯টার দিকে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এর ক্রিকেট গ্রাউন্ডে ইশান-বাবু ক্রিকেট একাডেমী ও উদিয়মান ক্রিকেট একাডেমীর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত