বন্দর ইউপি নির্বাচনে সহিংসতা না ঘটানোর আহ্বান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি): বন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যেন কোন প্রকার সহিংসতার ঘটনা না ঘটে। জনগনকে যেন নিবিঘ্নে ভোট প্রদান করতে দেওয়া হয়। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন বন্দর নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি। বন্দরের শান্তির জন্য, উন্নয়নের জন্য স্বপ্ন দেখছি । সাধারণ ভোটারা যেন শান্তিপূর্ন পরিবেশে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেন সেই ব্যবস্থা করবেন। প্রার্থীরা যেন কোন রকমের সহিংসতা না ঘটান। আমি প্রথম থেকে বলছি সারা বাংলাদেশে কি হয়েছে সেদিকে যাবেন না।আমাদের বন্দর উন্নয়নশীল এলাকা তাই উন্নয়নের জন্য নির্বাচন করবেন। আমি বার বার বলেছি এখনও বলছি জনগন ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে ভোট দিবে যাকে খুশি তাকে ভোট দিবে। নির্বাচন নিয়ে যেন কোন রকমের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।দলমত নির্বিশেষে সকলের কাছে এ আবেদন রাখছি।

বিশেষভাবে উল্লেখ্য যে, অনেকে আমার নামে মিথ্যা বিভ্রান্তকর কথা ছড়াচ্ছেন যে আমি দেশের বাইরে চলে গেছি। কেউ কেউ ফায়দা লুটার জন্য হয়তো এ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি দেশেই আছি। সুষ্ঠু নির্বাচনের জন্য একজন সংসদ সদস্য হিসেবে আমি নির্বাচন কমিশনের আইন মেনে চলছি। নির্বাচন চলাকালীন সময় একজন সংসদ সদস্য সেখানে যেতে পারেন না। আমি সেই আইন মেনে চলছি। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকেও আমি আইন মেনে চলার আহবান ও অনুরোধ রাখছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে আপনারা সবাই প্রশাসনকে সহযোগীতা করবেন। আমি সবার জন্যই দোয়া করছি। নির্বাচনে হার জিত বড় কথা না। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই আমি আবারো আগের মত আপনাদের সবাইকে সাথে উন্নয়নের কাজ শুরু করবো। মোট কথা দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান রাখবে আগে বন্দরে সকল দলের নেতাকর্মীদের মাঝে যেমন সম্প্রীতি বজায় ছিল, নির্বাচনকে কেন্দ্র করে যেন সেই সম্প্রীতি নষ্ট না হয়। কোন ধরনের অপ্রীতিকর এবং সহিংসতার ঘটনা না ঘটে। নির্বাচনে শেষে আবারো বন্দরে আনন্দ হবে উৎসব হবে। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, সহ বন্দরবাসী সকলের কাছে এই আহবান রইলো।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত