রেজওয়ান ও হৃদয় ব্যাটিংয়ে দূর্বার ক্রিকেট ক্লাব জয়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) :  ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০২১-২২ এর ৩য় ম্যাচে মোহাম্মদ শরীফ ক্রিকেট একাডেমীকে ৬ উইকেটে হারিয়েছে দূর্বার ক্রিকেট ক্লাব । ৪ঠা জানুয়ারি মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে মোহাম্মদ শরীফ একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

কার্টেল ওভারে নিধারিত ৫০ ওভারের পরিবর্তে ৪৫ ওভারে ম্যাচে তারা ১৯৭ রান তোলে ৯ উইকেট খুইয়ে। ওপেনার রাতুল ৪ চার ও ২ ছয়ে ৪১ রানের পর ১০ নম্বরে নামা আজিজুল হাকিমের দৃঢ়তায় ১৯৭ পৌঁছতে পারে তারা। হাকিম ৪ ছক্কা ও চার বাউন্ডারিতে করেন ৪৪ রান। ইয়াদ ফিরেন ১৮ রানে। রিমন আউট হন ১৪ রানে। অতিরিক্ত খাতাটাও বেশ ! ৪২। দূর্বার এর খুদে স্পিনার সায়েম ৪টি এবং হৃদয় ২ উইকেট পান। জবাব দিতে গিয়ে দূর্বার ক্রিকেট ক্লাব রেজওয়ান ও হৃদয়ের চমক লাগানো ব্যাটিংএ হার মানে প্রতিপক্ষ। ৬০ বলে রেজওয়ান আবেদীন ফিরেন ৬৫ রানে। চার ছিল ৪টি ছয় ছিল ৪টি। বল হাতে হৃদয় প্রতিপক্ষকে ঘায়েল করার পর ব্যাট হাতে শাসন করেছেন। ৫ চারে ৫১ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। ইমতিয়াজ ৪ চার ও ১ ছয়ে করেন ৩১ রান। মহিন ১ চারে করেন ১০ রান। মোহাম্মদ শরীফ এর দিপ্ত ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

মোহাম্মদ শরীফ ক্রিকেট একাডেমী : ১৯৬/৯(৪৫ ওভার) আজিজুল হাকিম-৪৪, রাতুল-৪১, ইয়াদ-১৮, রিমন-১৪। অতিরিক্ত-৪২। সায়েম-৪/৩২, হৃদয়-২/৩১।

দূর্বার ক্রিকেট ক্লাব : ১৯৮/৪(৩৬.৫ ওভার) রেজওয়ান আবেদীন-৬৫, হৃদয়-৫১, ইমতিয়াজ-৩১, মহিন-১০। অতিরিক্ত-২৭। দিপ্ত-২/৩৩।

পরবর্তী খেলা : আগামী ৮ জানুয়ারি শনিবার সকাল ৯টার দিকে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এর ক্রিকেট গ্রাউন্ডে ক্রিয়েটিভ স্পোর্টি  ক্লাব সাথে মুখোমুখি হবে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী (জুনিয়র)।

add-content

আরও খবর

পঠিত