না.গঞ্জ পুলিশ লাইন্স স্কুলে বিজ্ঞানাগার ও ব‌ই উৎসব উদ্বোধন করেন এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আধুনিক বিজ্ঞানাগার উদ্বোধন ও ব‌ই উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে ব‌ই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ব‌ই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১লা জানুয়ারি শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ লাইন্স স্কুলে আধুনিক বিজ্ঞানাগার উদ্বোধন ও বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহিদ, নারায়ণগঞ্জ সদর সার্কেল এ এস পি  নাজমুল হাছানসহ প্রমুখ। এছাড়া উপজেলা শিক্ষা অফিসারসহ স্কুলের সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

add-content

আরও খবর

পঠিত