নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণায় সাধারন ভোটারদের সাথে মতবিনিময় উঠান বৈঠক করেছেন ১১নং ওয়ার্ড এর ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর পদপ্রাথী এবিএম সাইফুল হাসান রিয়েল। ৩১ই ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে তল্লা রেললাইন এলাকায় এ মতবিনিময় উঠান বৈঠক এর আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস জাকিরুল আলম হেলাল।
মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান এর সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মো. আসলাম, তোফাজ্জল হোসেন টুক্কু, মো. রাসেল, মো. জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজিত উঠান বৈঠকটি পরিচালনা করেন এস এম হাসান রাব্বি। পরিশেষে সাধারন ভোটারদের কাছে ঠেলাগাড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন ১১নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রাথী এবিএম সাইফুল হাসান রিয়েল।