নির্বাচনী প্রচারণার নামে উচ্চ শব্দে গান-বাজনা করছে : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমরা নগর পরিচ্ছন্ন ও শান্তিময় রাখতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু দু:খজনক বাস্তবতা হলো, নির্বাচনী প্রচারণার নামে অনেকে উচ্চশব্দে গান-বাজনা করছে। এতে প্রচুর শব্দ দূষণ হচ্ছে। দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যহত করছে। অনেক শিক্ষার্থীদের পড়াশুনায় ক্ষতি হচ্ছে, অসুস্থ-রুগীদের কষ্ট হয়, মসজিদে নামাজীদের সমস্যা হচ্ছে। ৩১ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ১২ ও ১৩ নং ওয়ার্ডে ও বিকাল ৪ টায় ৮নং ওয়ার্ডে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ মুফতি মাসুম বিল্লাহ উপর্যুক্ত কথাগুলো ব্যক্ত করেন।

এদিকে, শুক্রবার নারায়ণগঞ্জ সিটির সব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। হাতপাখার গণসংযোগে সিটির সব ওয়ার্ড মুখরিত।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.ফিরোজ আহমেদ লিটন, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, দীনি সংগঠন শহর শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

add-content

আরও খবর

পঠিত