নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, শুধু অবকাঠামোর নয়, নৈতিক, মানবিক ও সামগ্রিক উন্নয়নের জন্য নগরবাসী দেওয়াল ঘড়িকে বিজয়ী করবে, ইনশা আল্লাহ। ৩১ই ডিসেম্বর শুক্রবার বিকালে শহরের চাষাড়ায় গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসকল কথা ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণা হিসেবে গণসংযোগটি চাষাড়া থেকে শুরু হয় এরপর কালিরবাজার, ২ নং রেল গেইট, ডিআইটি, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, শহীদনগর হয়ে বাপ্পী চত্বরে এসে সমাপ্ত হয়। তারপর ১৮ নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি ডাক্তার এসএম মোসাদ্দেক, জেলা সাধারন সম্পাদক মাওলানা আহমদ আলী, মহানগর সাধারন সম্পাদক ইলিয়াস আহমদ, মহানগর সহসম্পাদক হাফেজ আওলাদ, মুফতি আবদুল গণী, মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, জেলা প্রচার সম্পাদক মো. শরীফ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।