নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ স্কুল বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার ফতুল্লা থানাধীন জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদ, উপ-সচিব, কৃষি,পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়।
এসময় সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। তাছাড়া খেলাধুলা ছেলেদেরকে বিপদগামী পথ থেকে রক্ষা করে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার কোন বিকল্প নাই।
ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন দেওয়ান। এসময় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৪৮ জন বালক এবং বালিকা অংশগ্রহণ করেন।