তৈমুরের নিবার্চনী প্রচারণা চালিয়েছে ১৪ নং ওয়ার্ডের যুবদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নিবার্চনী প্রচারণা চালিয়েছে ১৪ নং ওয়ার্ড এর যুবদল। ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ১৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরব। ওই সময় তৈমুর আলম খন্দকারের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করে এবং জনসাধারণের দোয়া ও সমর্থন চেয়েছেন তারা।

এ বিষয়ে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, তৈমুর আলম খন্দকারের সাথে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক। তিনি দীর্ঘ ৪০ বছর যাবত নারায়ণগঞ্জের আপময় জনতার পাশে ছিলেন। তিনি সাধারণত মানুষের পাশে থেকে অনেক দাবি আদায় করেছে। তিনি নারায়ণগঞ্জ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই সাথে সকলকে তৈমুর আলম খন্দকারকে সমর্থন আহ্বান জানিয়েছি।

১৪ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, মো. রহুল আমিন সুমন, মো. ইয়াসিন খান, তানভীর আহমেদ সায়মন, মো. সালমান, মো. রুবেল, মো. আল-আমিন, মো. আলিফ, রানা, রিফাত, মো. শাখিণ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ওয়ার্ড যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নিরব বলেন, তৈমূর আলম খন্দকার অদ্যবধী নারায়ণগঞ্জের গনবিরোধী কোন কার্যকলাপের সাথে জড়িত হননি। তাই নারায়ণগঞ্জে জনগণ এবার সিটি নিবার্চনে পরিবর্তন চায় এই পরিবর্তনের যোগ্য প্রার্থী তৈমুর আলম খন্দকার, ইনশা আল্লাহ জনতার রায় এবার তৈমুর আলম খন্দকার পক্ষে থাকবে।

জানা যায়, সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশনাও প্রদান করেছেন। তারই অংশ হিসেবে যুবদল তৈমুরের পক্ষে মাঠে নেমেছে।

add-content

আরও খবর

পঠিত