অনূর্ধ্ব-১৫ স্কুল বালিকাদের হকি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ স্কুল বালিকাদের হকি প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৯ই ডিসেম্বর বুধবার সকালে সদর উপজেলার পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হকি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদ, উপ-সচিব, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নাজিম উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি প্রতিযোগীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার উপদেশ মূলক দিক নির্দেশনা প্রদান করেন।

হকি প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পরিচালনা করেন সারিয়া ও বিথি, হকি কোচ বিকেএসপি ঢাকা। তাদের সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ: হান্নান ও মোসলিমা ইয়াছমিন।

ক্রীড়া পরিদপ্তর প্রণীত জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর অংশ হিসাবে অনূর্ধ্ব-১৫ স্কুল বালিকাদের পক্ষ ব্যাপী হকি প্রশিক্ষণ প্রদানের পর পূর্ণ দলকে সবুজ ও লাল দলে বিভক্ত করে প্রীতি ম্যাচের  প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয়।

এদিকে প্রতিযোগিতায় সবুজ দলের জামিয়া ৩টি এবং লাল দলের ফাতেমা ১টি গোল করে। গোলদাতা ২ জন-ই বেস্ট অব ফাইভে নিজেদের জায়গা করে নেয়।

add-content

আরও খবর

পঠিত