★ সূর্যি আকাশ ★ ( কবিতা )

★ সূর্যি আকাশ ★ ( কবিতা )

আহম্মেদ হৃদয়

নারায়ণগঞ্জ বার্তা :         রঙ্গিন রূপে সেজে ওঠে সে

সকাল সন্ধ্যা বেলা

সকালে তরতাজা শরীল 

ঘন কুয়াশার আড়ালে।

দুপুরে আবার ক্লান্ত মানব

হাজার কিরণের কারণে

সন্ধ্যা হলে নিবে যায় তার

কিরণ বাতির সাঁজ।

রাত্রি বেলা নামিয়ে দেয় যেস

মানব ক্লান্তির আবাস।

রাতে হাজারো আরারঝিকিমিকিতে

মানবের প্রাণ দোলে।

সকাল বেলা মানব হৃদয়ে

নতুন স্বপ্ন তোলে।

add-content

আরও খবর

পঠিত