★ সবুজ আলোটাই মা ★ ( কবিতা )

সবুজ আলোটাই মা ( কবিতা )

রাজন্য রুহানি

নারায়ণগঞ্জ বার্তা : বুকে পিঠে মাতৃছায়া নেই,

কাফন পায়রা ওড়ে

রক্তের আকাশে,

এইক্ষণে চাঁদের কিরণ ভালো

রূপ নেশা চোখে জেগে থাকে

ভালোবাসবার আলো।

তবু প্রদীপ দায়িনী মায়েদের ক্রোড়ে

চারা-গাছ বট ছায়া হোক

যেখানে মিলেছে মায়া-স্নেহ-প্রীতি লোক

ছুঁড়ে ফেলে বন্ধ্যা পদযুগলের ভ্রান্তি।

স্তবকের খাঁখাঁ দ্বীপে হাহা করে বিদ্যুৎ চমকালো।

পতনে বজ্রের কেবল মগডালঝোঁক।

চার-দিকে প্রমত্ত সংক্রান্তি।

তবু হারানো আঁচলে গেরো দিই শারদীয় ভোরে

পাখির নজরে

শান্তি শান্তি শান্তি ।

add-content

আরও খবর

পঠিত