★ শেকড় ★ ( কবিতা )
রেদোয়ান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শেকড়-বাকড়ে খুজিয়া বেড়ায় স্বর্নলতার চুপ,
এপারে-ওপারে নিমিষে কোথা কাকতাড়ু র্নিঘুম।
এ বেলায় হারিয়ে ও বেলায় চরণ লুটে,
ভুল ভাঙার মিথ্যে-প্রয়াত হাসি কি ফুটে ?
কোন সুখেতে জড়ালে তুমি-
অন্য বৃক্ষ দেহে ?
নিজ আলোতে হওনি প্রকাশ,
অকথ্য দু:খ মোহে।
তোমার জন্যে কি রস নেই-
এটেল, দো-আঁশের বুকে ?
যেথায় বাড়ছে ধান, গম-
আত্ম শোষণ সুখে।
জ্বলো তুষের অনলে কি পাও ?
শুধু বেঁচে থাকার নি:শ্বাস !
ফিরে এসো মাতৃ কোলে,
যে দিয়েছে অপার মহিমার আশ্বাস।
জানি এখন তা পারবে না,
শত বছরের বিবর্তন।
তবু ভেবে দেখো কেমন আছো ?
পরের দখলে নিজেরে যতন।
দাড়াও আয়নার দেবালয়,
চিতার চোখে দেখো নিজেরে !
পুড়ো না মনস্তাপে,
ভাবো সে বসে আছে অদূরে।
তোমার খোজ দিন-রাত্রি,
দু:খী চাষার বুকে-
আড়ালে কাদে গর্বজননী,
বোধ হয় আছে খোকা সুখে !