★ যদি আমার হও ★ ( কবিতা )

যদি আমার হও ( কবিতা )

রুদ্র অয়ন

নারায়ণগঞ্জ বার্তা : যদি তুমি আমার হও

আমি তোমার হবো। 

হৃদয়ে হৃদয় ছুঁয়ে 

তোমাতে মিশে রবো। 

তোমার ডাগর চোখের

চাহনি হবো,

তোমার বাগানে

ফুল হবো ,

হাত টান অভাবে

খুচরো পয়সা হবো।

অবিশ্বাসের দেনায় 

পরম বিশ্বাস হবো। 

অসাড় শরীরে হবো

তুমুল স্পর্শ। 

শীতের তীব্রতায়

উষ্ণ পরশ হবো।     

পিপাসায় শুকিয়ে যাওয়া

ওষ্ঠের অস্থির চুম্বন হয়ে 

ঠোঁট ভিজাবো। 

তোমার ইচ্ছে রং তুলির 

ক্যানভাস হবো। 

প্রখর দারুণ দিনে

দমকা হাওয়ায় 

শীতল বাতাস হবো। 

তোমার বিনিদ্র রাতে

স্থাবর ভালোবাসার 

স্বাক্ষর হবো,

একান্ত প্রহরে 

আদরের চাদর হবো। 

জীবন সাথী 

আর ভালো একজন 

বন্ধু হবো প্রেয়সীতমা। 

add-content

আরও খবর

পঠিত