★ মনুষ্যত্ব ও তার গভীরতা ★ ( কবিতা )

★ মনুষ্যত্ব ও তার গভীরতা ★ ( কবিতা )

আসকার ইকবাল

নারায়ণগঞ্জ বার্তা                                        বাহিরের রুপ দেখে

মনে হতে পারে আহা।

কিন্তু মাথা থেকে মাথা পর্যন্ত

অথবা গাণিতিক সূত্রে বিশ্লেষণ করার পর

আপনার আহা শব্দকে একটা গভীর মূর্খতা বলে মনে হবে। 

মহাজাগতিক সময়ে বাস করা

মানুষগুলো বাকহীন।

তাই হয়তোবা ওদের একচেটিয়া

মনস্তাত্ত্বিক নগ্নতার কোন উত্তর খুঁজে পায় না। 

কিন্তু আমি তবুও

বলে গেছি এ মিথ্যের সাম্রাজ্য। 

যেমন ধরুন বীজগণিতের সূত্রগুলো

ঠিক সত্য আর তেমনি মিথ্যে পার্কে

বসে বাদাম খাওয়া অথবা রেস্টুরেন্টের রিচ ফুড। 

পকেট থেকে বেরিয়ে যাওয়া এক চেটিয়া

পয়সা অথবা জ্যামিতির সূত্রগুলো সঠিক।

এবং মিথ্যা ছিল সব নাটকের অঙ্গভঙ্গি।

add-content

আরও খবর

পঠিত