★ বসন্তের আগুন ★ ( কবিতা )

★ বসন্তের আগুন ★ ( কবিতা )

শাবলু শাহাবউদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা : সাধন ভজন কাম্য যে ধন, হয় না কিছুই মনের মতন

খেলছে বিধি কঠিন খেলা, মিলছে না তাই আজব মেলা,

অগ্নি কল্যাণ ভগিনী দাহ, বসন্তের আগুন মৃত্যুর মা

পুষ্প কলি ফোটিল ফলই, শান্তি কেবল ফিরল না।

চৈত্র মাসে  মেঘের ভেসে, অগ্নি আসে হেসে হেসে

হৃদয় আত্ম দাহ মাত্রা, স্বজনের চোখ জলে ভাসে,

অগ্নিতে দগ্ধনিত হৃদয়, লোচনে বারি টলময়

আহাজারি পরিজন (স্বজন) মৃত্তিকায় লুটায়।

বসন্তের অগ্নি কেড়েছে মোদের ভগিনী

পীড়াদায়ক বাংলার মানুষের সরল হৃদয়,

বসন্তের নাই ধর্ম কর্মী, সুখ আনিল হৃদয় মর্ম

বিয়োগান্ত অনল দিয়ে,  কেড়ে নিল সব প্রান্ত ।

add-content

আরও খবর

পঠিত