★ ফুল ফাগুনের প্রেম ★ ( কবিতা )

ফুল ফাগুনের প্রেম ( কবিতা )

 আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা   : এইতো সেদিন তুমি 

যখন আমায় বলেছিলে বিদায়

বলেছিলাম আমি থাকো না কিছু দিন

আরো একটু বাসবো ভালো তোমায়।

এইতো সেদিন ফাগুনে সাঁঝের বেলায়

মেতেছিলে তুমি ফাগের হলি খেলায়

গেয়েছিলে গান বসন্ত রাগে

দোয়েল কোয়েল কোকিল পাপিয়ার সনে

মেতেছিলাম মোরা লুকোচুরি খেলায়

ফুল ফাগুনের বনে।

বেলা শেষে যখন বললে এবার আসি

বলেছিলাম আমি থাকো আরেকটু পাশে

আমি যে তোমায় অনেক ভালোবাসি।

তবুও তুমি বিদায় নিয়ে 

চলে গেলে অজানায়

আশায় আছি আসবে ফিরে

গড়েছি বসত ভালোবাসার গাঁয়।।

add-content

আরও খবর

পঠিত