★ প্রেম বন্দী ★ ( কবিতা )

প্রেম বন্দী ( কবিতা )

আবু নাসির

 নারায়ণগঞ্জ বার্তা   :  যে প্রেম দিয়েছো আমায়

সে প্রেম তুমি ফিরিয়ে নাও

তার চেয়ে বরং দয়া করে মোরে

প্রেমহীন একটা জীবন দাও।

তোমার প্রেমে টিকে থাকলে

নির্ঘাত আমি সব হারাবো

দশগুন আমাকে হারাতে হবে

যে টুকু তোমার প্রেমে পাবো।

আর হারানোর মত শক্ত মন

নাই আমার এই পিঞ্জরে

তাই বলছি হে প্রেমময়

বেঁধোনা আমায় প্রেম জিঞ্জরে।

তার চেয়ে আমার প্রেমহীন জীবন

দেয় আমায় স্বর্গীয় সুধা

প্রেমের সুখ চাইনা পেতে

বাড়াতে হারানোর মৃত্যু ক্ষুধা।

প্রেমহীন জীবন চাই প্রভু

মিটেছে মোর প্রেমের শখ

প্রেমহীন হয়ে আছি খুব সুখে

প্রেম পেলে বরং কাঁদায় দুখে ।।

add-content

আরও খবর

পঠিত