★ দমন ★ ( কবিতা )
আবু নাসির
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সুখেরা সব অভূক্ত আজ শুকিয়ে মরছে
দুঃখের ক্ষরায় নীতি বাক্য বলছে
দেখো বুদ্ধি প্রতিবন্ধী ঘাটের মরায়।
নীতি বাক্য বলে তারা করছে সদায়
অনৈতিক কাজ চুরি করছে
দিবা রাত্রি অঙ্গে তাদের সাধুর সাজ।
হারাম খেয়ে আরাম পেয়ে চরিত্র হরণে পটু
তারা তাদের অন্যায়ে অতিষ্ট
সবাই কলংকিত হচ্ছে স্বচ্ছ ধরা।
এমনি করেই জালিমরা আজ কালিমা দিচ্ছে
দেশ মাতাকে এবার তাদের ঠেকাতে হবে
রুখতে হবে সব অন্যায়কে।।