★ ত্যাগ ও মহিমার ঈদ-উল আযহা ★ ( কবিতা )
সৈয়দ রিফাত আল রহমান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,
ঈদ মানে আনন্দের খুশির উৎসবের জোয়ার,
ঈদ মানে সকল মানুষের ঐক্যের মিলনের বন্ধন।
বছর খানিক পর আসলো ফিরে ঈদ-উল আযহা
হৈ-হুলোর করে চার দিকে ঘরে ঘরে বইছে খুশির জোয়ার,
বছর খানিক পর এলো খুশির ঈদ-উল আযহা।
ধনী-গরীব সবার মাঝে হিংসা বিদ্বেষ ভুলে,
সকলে আনন্দ আর আল্লাহ্ তায়ালা সন্তুষ্টির অর্জনে
ত্যাগের মহিমায় বিলিয়ে দেওয়া হবে পশু কোরবানী।
ঈদের দিন রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যত পাষান !
ভাইয়ের সাথে ভাই হৃদয়ের বন্ধনে মিলবে বুকে,
সকল কষ্ট রাগ ভুলে সব অভিমান মুছে যাবে সবে।
দ্বীন-দু:খীনির মুখে আজ ফুটছে সুখের হাসি,
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি।
ঈদের দিনে এক কাতারে পড়বে নামাজ,
ঈদ বড়ই খুশির দিন, পবিত্র উৎসবের জোয়ার,
ঈদে সকল গরীব-দুস্থ্য ও ধনী-বাদশা,
ঈদের উৎসবে ঐক্যের বন্ধনে মাতবে সনে।