★ গমন চিত্র ★ ( কবিতা )

★ গমন চিত্র ★ ( কবিতা ) 

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা  : তোমার যাওয়া আমার যাওয়া

এক হবে না কোন দিন

তুমি ঢুকবে বাসর ঘরে

আমি শুধতে যাবো মাটির ঋণ।

তুমি পাবে আদর সোহাগ

মিটাবে প্রেমের চাহিদা

মাটি আমায় ধরবে চেপে

মেদেনী মোর উঠবে কেঁপে

পিষ্ঠ করে ঋণ করবে আদায়

যা ছিলো মোর আগের ওয়াদা।

তোমায় পেয়ে সবাই খুশি হয়ে

হাসবে নাচবে গাইবে গান

আমায় ছোট্ট ঘরে কাটবে একা

পাবো না কভু কারো দেখা

কতো বছর কাটবে একা

হিসাব কেউ তার রাখবে না

তোমায় সবাই ঘিরে রাখবে

আমায় সবাই ভুলে যাবে

মোর জন্য কাঁদবে না কারো প্রান।।

এটাই হলো গমনের চিত্র পাশাপাশি

তোমার হবে বাসর ঘর 

আমার হবে মাটির ঘর

আমায় হারিয়ে কাঁদবে সবাই

তোমায় পেয়ে হাসবে 

সবাই খুশীর হাসি।।

add-content

আরও খবর

পঠিত