★ গন্তব্য ★ ( কবিতা )

গন্তব্য ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : চলো যাই ঘুরে আসি 

আমাদের শ্যামলা গাঁয়

সবুজ ঘেরা ছায়ায় মোড়া

বারে বারে যেতে মন চায়।

শৈশব কৈশোর সবটা 

আর যৌবনের কিছুটা

কাটিয়ে এসেছি এই গাঁয়ে

জানিনা কোথায় কাটবে বাকীটা।

শেষ শয়ন টা কোথায় হবে

কি জানি কোথায় আছে,

আশা করি শেষ শয়ন আমার

মায়ের পাশেই হবে।

ছায়া ঘেড়া এক গাছের তলে 

মা বাবা আমার শুয়ে আছে,

বলে গেছেন তারা মোর কানে কানে

খোকা এখানে আসিস 

আমরা তোকেই রাখবো কাছে।।

add-content

আরও খবর

পঠিত