★ কৃত্রিম ভালোবাসা ★ ( কবিতা )

★ কৃত্রিম ভালোবাসা ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : কুয়াশার ঘন আবরণে ঢাকা

নীল আকাশকে খুঁজে পাই না

খুঁজে পাই না অস্ত যাওয়া রবির

সাঁঝের বেলার রক্তিম আলো।

রাতের কুয়াশা আর ভেজা শিশির

জ্যোৎনা স্নাত রাতের উজ্জল রূপ

ম্লান করে দেয় রাতের হাসিকে

বৃষ্টি ভেজা আঁচলের মত।

সরিষা ক্ষেতে একটু নিরালে বসে

মিশে যাও হলুদ রঙ্গের মেলায়

তখন নিজেকেই মনে হবে হলদে পাখি

বসন্তে নয় শীতে এসে বাসা বেঁধেছে

হলুদ সরিষা বনের কুঞ্জ ধামে।

হয়তো মটর ক্ষেতের লক্ লকে ডগায়

আলতো করে হাত বুলিয়ে লুটিয়ে পড়া

লুকোচুরির খেলার ছলে প্রিয়াকে দেখা

সবুজ পাতার আড়াল থেকে শান্ত চোখে।

এ সব শুধুই আমার কল্পনা বিলাসী

মনের স্মৃতিতে জমানো অতীত গাঁথা।

বাস্তবে আর পাই না খুঁজে শহুরে জীবনে

যখন গ্রাম ছেড়েছি সুখের আশায়

সুখ পেয়েছি প্রকৃতি হারিয়ে, হারিয়ে নিজেকে

কৃত্রিম এ কোন ভালোবাসায়।

add-content

আরও খবর

পঠিত