★ এখনও মা পথ চেয়ে আছে ★ ( কবিতা )

★ এখনও মা পথ চেয়ে আছে ★ ( কবিতা )

শাবলু শাহাবউদ্দিন 

নারায়ণগঞ্জ বার্তা এখনও মা পথটি আছে চেয়ে

এই তো তাঁর ছোট ছেলে আসবে বুঝি এ পথটি বেয়ে

লাল চেক সাদা শার্ট, জয় বাংলার গান গেয়ে

এখনও মা পথটি আছে চেয়ে ।

এই তো ফিরল মায়ের আদরের নিজামের ছোট মেয়ে

লাল পতাকা বৃত্তে চারি দিকে সবুজের হাত খানি বেয়ে

তবুও মা পথটি আছে চেয়ে ।

এখনও মা আমাকে জিগাইয়, ফেরে না কেন নিজামে

আমি কি করে করি বর্ণনা, এক রাশি বুলেট

তাঁর বুক ছেয়ে গেছিল, কেউ জানে না

রক্ত লাল হয়েছিল বাংলার সবুজ প্রান্ত

পাক সৈন্য মেরে মেরে হয়েছিল বড় ক্লান্ত।

আজও মা পথটি আছে ছেয়ে

এই বুঝি ফিরল তার ছোট ছেলে, জয় বাংলার গান গেয়ে।

add-content

আরও খবর

পঠিত