★ একটি শপথ ★ ( ছড়া )

★ একটি শপথ ★ ( ছড়া )

জিসান মেহবুব

নারায়ণগঞ্জ বার্তা : টিকিট ছাড়া আমরা যখন

চড়ি সাধের রেলে,

বেজায় খুশি টিটি মশাই

এমন শিকার পেলে‍।

টিকিট ছাড়া ভাড়া আদায়

বড় শিতে ঠিক মৎস বাধায়

যেটুক পেল সেটুক দেখি

তার পকেটে ঢোকায়,

রাষ্ট্রীয় এই বাহন এখন

দুর্নীতিতে কোঁকায়‍।

রেলের কালো বিড়াল বাড়ে

বছর বছর বাচ্ছা ছাড়ে

অসাধু সব ঘাপটি মেরে

আছে রেলের শাখায়,

রেলের মুখে রীতিমতো

চুনকালি খুব মাখায়‍।

করছি শপথ টিকিট ছাড়া

চড়বো না এই রেলে

কাউকে আমি অসৎপথে

দেবো না আর ঠেলে‍।

add-content

আরও খবর

পঠিত