★ আমি এই দেশের লোক ★ ( কবিতা )
রেদোয়ান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এই বাংলায় আমি জন্মেছি,
জন্মেছি এমন এক দেশে,
যার তুলনা শুধু সেই হয়-
অন্য সবে মিছে।
আমিই আমার পরিচয়,
আমি এই বাংলার লোক।
আমি সিরাজউদ্দউলার হেরে-
যাওয়া পলাশীর লোক !
আমি তীতুমিরের বাশের কেল্লায়-
বিধ্বস্ত হওয়া লোক !
আমি সূর্য সেন-ক্ষুদিরামের
শেষ প্রতিবাদকারী লোক !
আমি পদ্মা, মেঘনায় চড়ে বেড়ানো-
মাঝি মাল্লার লোক।
আমি লোকগানের আসরে,
মুগ্ধ হয়ে বসে থাকা লোক।
আমি আমার মায়ের মুখে,
অভাগা চেয়ে থাকা লোক।
আমি পল্লী কবির শালিক ডাকা,
পল্লী গায়ের লোক।
আমি এই রক্ত ভেজা দেশের,
সহজ সরল স্বভাবের লোক।
আমি শেখ মুজিবের হাতে গড়া,
সোনার বাংলাদেশের লোক !