‌শ্রেষ্ঠ করদাতার ক্রেস্ট পেলেন তারু‌ন্যের অহংকার অয়ন ওসমান

নারায়ণগ‌ঞ্জ  বার্তা ২৪ :  নারায়ণগ‌ঞ্জে শ্রেষ্ঠ করদাতা হি‌সে‌বে ক্রেস্ট পেয়ে‌ছেন তারু‌ন্যের অহংকার এ‌কেএম অয়ন ওসমান। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে  এ সম্মাননা  ক্রেস্ট গ্রহন ক‌রেন তি‌নি। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে   উপ‌স্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৫ আস‌নের এম‌পি  এ‌কেএম সে‌লিম ওসমান।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক) অঞ্চল মেহেদি ইমরান সিদ্দিক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

উ‌ল্লেখ্য, এ‌কেএম  অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪  আস‌নেন এম‌পি এ‌কেএম শামীম ওসাম‌নের পুত্র। ইতমধ্যেই  তি‌নি সমা‌জ সেবামূলক বি‌ভিন্ন  কর্মকা‌ন্ডে  তারু‌ন্যের অহংকার হি‌সে‌বে  প‌রি‌চি‌তি লাভ  ক‌রে‌ছে।

add-content

আরও খবর

পঠিত