নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত থাই গ্লাস মিস্ত্রি হৃদয়ের লাশ দাফনের তিন মাস (৯৩ দিন) পর ময়নাতন্তের জন্য উত্তোলন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
এর আগে হৃদয় নিহতের ঘটনায় তার মা মোসা. রিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন আদলত।
নিহত হৃদয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুর্গাপুর গ্রামের তফে আলী ও মোসা. রিতার ছেলে। পরিবার নিয়ে সে কর্মসূত্রে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের ২নং গলিতে জহুরের বাড়িতে ভাড়া থাকতো এবং হিরাঝিলে একটি থাই গ্লাসের দোকানে সে চাকুরী করতো।
গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে হৃদয় আওয়ামী লীগের গুলিতে নিহত হন।