৭ খুন মামলায় ফাসিঁর দন্ডপ্রাপ্ত আসামি আত্মসমর্পনের পর কারাগারে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি সৈনিক আবদুল আলীম আত্মসমর্পণের জন্য আবেদন করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার  বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের চাকুরিচ্যুত সৈনিক আবদুল আলীম জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণের জন্য আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন যেখানে ২৬ জনকে মৃত্যুদন্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। মৃত্যুদন্ড প্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক ছিলেন। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে ৫ ফেব্রুয়ারী মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয় যাদের লাশ ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।

add-content

আরও খবর

পঠিত