৬ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আপাতত দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পৌষ মাস শেষ হয়ে এলেও গত কয়েকদিন ধরে সেভাবে শীতের দেখা নেই। ঢাকায় শীতের অনুভূতি একেবারেই কম।

১১ই জানুয়ারি মঙ্গলবার  সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ বলেন, ‘আগামী দুদিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।

এরআগে ১০ই জানুয়ারি সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে।

add-content

আরও খবর

পঠিত