৫ মাস পর খুলছে বান্দরবানের পর্যটন কেন্দ্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী  ১৭ আগস্ট সোমবার থেকে বান্দরবানে সরকারিবেসরকারি সব পর্যটন কেন্দ্র আবাসিক হোটেলমোটেল খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হোটেলমোটেল খুলে দেয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটন খুলে দেয়ার আগাম সংবাদে হোটেল মোটেলে কর্মব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে খুলে দেয়ার ঘোষণায় প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা পরিস্কারপরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ফিরতে শুরু করেছেন শ্রমিককর্মচারীরাও।

জেলার পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জেলা শহর উপজেলাগুলোতে প্রায় ৬০টি আবাসিক হোটেলমোটেলে পর্যটন মৌসুমে দৈনিক হাজারের বেশি পর্যটক আসেন। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে পর্যটন কেন্দ্র হোটেল মোটেল বন্ধ থাকায় পর্যটকের আগমন বন্ধ হয়ে যায়। যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েন অনেকে।

বান্দরবান আবাসিক হোটেলমোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পর্যটনের সঙ্গে এই অঞ্চলে সার্বিক অর্থনীতি জড়িত। শুধুমাত্র আবাসিক হোটেল, মোটেল নয়। এই অঞ্চলের সব ধরনের ব্যবসাবাণিজ্যও পর্যটক নির্ভর। মাস সবকিছু বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এই অঞ্চলের সর্বস্তরের মানুষ। তবে পর্যটন স্পট এবং আবাসিক হোটেলগুলো খুলে দেয়ার ঘোষণায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। দীর্ঘদিন বন্ধ থাকা অর্থনীতির চাকাটা ঘুরাতে মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে সবকিছু পরিস্কারপরিচ্ছন্নতার কাজে লেগে গেছেন সবাই। কিন্তু অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে সেটি কোনোভাবেই পুষিয়ে নেয়া সম্ভব নয়। সামগ্রিকভাবে বান্দরবান জেলায় পাঁচ মাসে কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রেস্টুরেন্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল আলম বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকা রেষ্টুরেন্টগুলো খুলে দিলেও পর্যটক না থাকায় বেচাবিক্রি নেই বললেই চলে। মূলত এই অঞ্চলের সবগুলো ব্যবসা বাণিজ্য পর্যটকনির্ভর। ১৫ আগস্টের পর পর্যটন স্পটগুলো এবং আবাসিক হোটেল খুলে দেয়ার কথা শুনছি। সবকিছু খুলে দিলে হয়তো কিছুটা নিঃশ্বাস নিতে পারবেন ব্যবসায়ীরা।

বার্মিজ মার্কেটের ঐতিহ্যবাহী পোষাক ব্যবসায়ী দিপীকা তঞ্চঙ্গ্যা বলেন, বার্মিজ মার্কেটগুলো খুললেও পর্যটক না থাকায় কয়েকটি মার্কেটের শতাধিক দোকানে কোনো বেচাকেনা নেই। পর্যটকের আগমন হলে বাড়বে বেচাবিক্রি। পর্যটন শিল্পের দুয়ার খুললে জমে উঠবে ব্যবসা বাণিজ্য এই প্রত্যাশায় আছি।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, আগামী ১৭ আগস্ট সোমবার থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজর থাকবে।

add-content

আরও খবর

পঠিত