৫দিন ব্যাপী ৩২৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জে ৫দিন ব্যাপী ৩২৫তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রবিবার সকালে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার এ ব্যবস্থাপনায় উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার প্রফেসর মোজাহিদ হোসেনের সভাপতিত্বে জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম এ কোর্সের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটস্ কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সাধারন সম্পাদক এএসএম মোস্তাফিজুর রহমান, জেলা রোভার লিডার ট্রেনার প্রতিনিধি ড. ফকরুজ্জামান, জেলা রোভার নেতা সাবেনুর ললনা, ৩জন লিডার ট্রেনার পিআরএসসহ অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ। এ  কোর্সে জেলার ২০টি কলেজ, মাদ্রাসা ও মুক্ত দলের মোট ৪০ জন শিক্ষক অংশ গ্রহন করেন। আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার এ কোর্সের সমাপ্তি হবে।

add-content

আরও খবর

পঠিত