৪ মে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বুধবার বলেছেন, ঘূর্ণিঝড় ফণি ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে।

তিনি বলেন, ‘ঘূর্ণঝড় ফণির ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের উপকূলীয় ১৯টি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং সতর্ক করা হচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতিমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

সচিবালয়ে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত