৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বন্দরে র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন শ্লোগানে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা পরিষদ। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে বেলা ১১টায় উপজেলা অডেটোরিয়ামে সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশিদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আর্দশকে বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সমবায়ের মাধ্যমে আমরা দেশকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সমবায় হলো মূল শক্তি। সমবায়ের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে আমরা সচল রাখব। বন্দর ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার মিলি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর সিএনজি ও অটো রিক্সা মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলাল ও আশার আলো সমবায় সমিতির সভাপতি মোঃ লিটন প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর কলাবাগ আনসার ভিডিপি যুব বহুমুথি সমবায় সমিতির সভা নেত্রী কাররুন নাহার লিপি, বন্দর সিএনজি ও অটো রিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মালিক সমিতির নেতা জসিম উদ্দিন মাতবর, বন্দর সিএনজি ও অটো রিক্সা শ্রমিক কমিটির সাধারন সম্পাদক শাহা আলম ও অর্থ সম্পাদক দ্বিন ইসলাম  প্রমুখ।

আলোচনা সভায় শেষে অতিথিবৃন্দ সমবায়ে বিশেষ অবদানের জন্য ধানসিড়ি বহুমুখি সমবায় সমিতি, পরিবেশ যুব সমবায় ও ঋনদান, ফুলহর ইসলামিয়া সুপার মার্কেট সমিতি ও বন্দর থানা অটো রিক্সা মালিক সমিতিকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন।

add-content

আরও খবর

পঠিত