নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ গাঁজাসহ চার যুবক মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৮শে ফেব্রুয়ারি সোমবার আড়াইহাজার থানাধীন বিশনন্দিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরও ৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. মোসলেম মিয়া (৩১), মিকাইল (৩১), মো. রাজু (২২) এবং মো. রিদয় মিয়া (২১)। এ সময় ব্যবহৃত ৪টি মোবাইল, নগদ অর্থ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে র্যাব।
২৮শে ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।