৪৫৫টি মোবাইলসহ ছিনতাইকারীর ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৩ এর সদস্যরা। ৩ই মার্চ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড মোবাইল সেটসহ বাটন মোবাইল ফোন এবং নগদ ১৮ হাজার ৯শত ৫০ টাকা উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো : মুন্সিগঞ্জের লৌহজংয়ের বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর (৪০), দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মন্ডল ওরফে সাহাজুল (৪৫), শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন (৩৪), চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল ওরফে মিঠু (৩০) এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন (৩৩)।

র‌্যাব ৩ এর সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিরীহ পথচারী, রিকশার আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিলেন। গ্রেফতারকৃতরা কৃতকর্মের বিষয়টি স্বীকার করেন এবং জানান, ছিনতাই করা মোবাইল তারা নিজেদের কাছে রেখে দিয়ে পরবর্তীকালে সুযোগ বুঝে তা বিক্রি করেন।

add-content

আরও খবর

পঠিত