নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে বুরুন্দি-কুড়িয়াভিটা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইকালে সাদেক হোসেন নামের এক চালককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় উন্মোচন হয়নি রহস্য। ঘটনার ৪২ দিন পেরিয়ে গেলোও গ্রেফতারের খবর মিলেনি একজনেরও। চাঞ্চল্যকর এই ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামী আইনের আওতায় না আসায় আতংকে দিনপাড় করছে এলাকাবাসী। এছাড়াও রাতে ঐ এলাকায় যানবাহন চলাচলে চালকদের অনিহা থাকায় স্থানীদের মাঝে বাড়ছে ভোগান্তি।
এ বিষয়ে বন্দর থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মামলাটি এখন সি.আই.ডির হাতে। তারা বিষয়টি তদন্ত করছে বলে জানান।
প্রসঙ্গত, নিহত মো.সাদেক হোসেন বন্দর নবীগঞ্জ তিনগাঁও এলাকার মো. দীল মোহাম্মদ মিয়ার ছেলে। গত মাসের ১৭ তারিখে সকালে প্রতিদিনের ন্যায় সাদেক বন্দর চরঘারমোড়া এলাকার সারোয়ার মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে বের হয়। এরপর তিনি রাত সাড়ে ১০ টার দিকে বন্দরের বুরুন্দি এলাকার কুড়িয়াভিটাগামী সড়কে এলে অজ্ঞাত ছিনতাইকারী দল তার কোমড়ের ডান পাশে এক বা একাধিক ছুরিকাঘাত করে সড়কের পাশে একটি গর্তে ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তার বাবা অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২৩(২)২১ইং।