৪০ লক্ষ টাকা হাতিয়ে ভারতে নির্যাতন, ফতুল্লায় পাচারকারী হোতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মানব পাচার চক্রের মূলহোতা আবু তাহের প্রধানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে কানাডা পাঠানোর কথা বলে ভারতে নিয়ে জিম্মি করে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক ভুক্তভোগীর। এছাড়াও মানব পাচারের ঘটনায় ১০ জনের পক্ষে বাদি হয়ে ঢাকার তেজগাঁও থানায় মামলা করেছে ভিকটিমদ্বয়ের ভাই মো. মিজানুর রহমান। এর প্রেক্ষিতে বুধবার (১০ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়টি র‌্যাব-১১ এর সিপিএসসি স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানা যায়, আবু তাহের প্রধান সহ আরও ৩জন আসামী সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। তাহারা -নোয়খালী জেলার চাটখিল থানার মো. মিজানুর রহমান (৪২) এর ছোট ভাই মেহেদী হাসান (২৪), চাচাত ভাই নাসিম চৌধুরী (৪০) সহ আরও অজ্ঞাতনামা অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে জিম্মি ও নির্যাতন করত। তাহার ভাইয়ের কাছে থাকা ৩ হাজার ইউএস ডলার, ভারতীয় রুপি, ০২টি এন্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য অনুমান ১ লক্ষ টাকা), হাতঘড়িসহ জিনিসপত্র যাহার মূল্য অনুমান ১ লক্ষ টাকা নিয়ে নেয়। এছাড়াও নগদ ও বিকাশের মাধ্যমে তাহাদের নিকট হতে ৩৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

জানা গেছে, ফতুল্লা থানাধীণ বক্তাবলী উত্তর গোপালপুর ডেইরী ফার্ম এলাকার ফকির চানের ছেলে আবু তাহের প্রধান। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়েরকৃত মামলা নং-০৯। ২০১২ সালের মানব পাচার আইনের ৬/৭/৮ ধারায় আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত