৩৭০০ পিস ইয়াবা সহ র‌্যাবের জালে ধরা খেল রাজু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ই ৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ৩ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯ শত ১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

৯ই ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ই ফেব্রæয়ারি মঙ্গলবার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজুকে ৩ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯ শত ১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত