নারায়ণগঞ্জ বার্তা ২৪: ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফল । এই পরীক্ষায় ৩৬নং গলাচিপা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও শতভাগ পাশের হার অক্ষুন্ন রেখেছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের ফলাফল সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার জানান এবার আমাদের বিদ্যালয়ে পাশের হার শতভাগ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীগন অংশগ্রহন করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বিদ্যালয়ের জি.পি.এ-৫ পেয়েছে ৪জন, এ পেয়েছে- ৩২জন, এ- পেয়েছে ১জন, বি- ১জন, সি- ২জন। আমরা আশা করছি আগামীতে আরও ভাল ফলাফলে আমরা সকলেই সচেষ্ট থাকব। আমাদের বিদ্যালয়ের সকলেই ঐকান্তিক পরিশ্রমে আমাদের শহরের বিভিন্ন স্কুল থেকে আমরা ভাল ফলাফল অর্জনে সচেষ্ট হয়েছি।
আমাদের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলও শতভাগ পাশের হার অব্যাহত রয়েছে। আমাদের বিদ্যালয়ে রয়েছে দক্ষ বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং সচেতন অভিভাবক মহল। আমাদের বিদ্যালয়ের আগামী ১লা জানুয়ারী বিদ্যালয়ে সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হবে। আমরা সকলে মিলে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এছাড়াও আদর্শ শিশু ক্লাসে অন্যান্য বিদ্যালয় থেকে ভাল ফলাফল অর্জন করেছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের ফল প্রকাশ প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার, সহকারী শিক্ষক লুৎফা আক্তার খাতুন, জাহেদা বেগম, হালিমা বেগম, আছিয়া আক্তার পপি ও মোজাম্মেল হোসেন লিটন, এ সময় ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।