নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। ৭ই আগস্ট শনিবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৬ই আগস্ট শুক্রবার বিকালে উপজেলার কালাদী এলাকা থেকে মূর্তিসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন : মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার বিকালে র্যাব সদস্যরা এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় কয়েকজন চোরাকারবারি কষ্টি পাথরের মূর্তি নিয়ে অবস্থান করছেন বলে সংবাদ আসে র্যাবের কাছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন চোরাকারবারিসহ ৩৫ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেন। উদ্ধার কষ্টি পাথরের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।