নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ বলেছেন ৩০ থেকে ৫৯ বৎসর পর্যন্ত মহিলারা ভায়া টেস্ট করতে পারবে। ২৫ জুন মঙ্গলবার এনজিও সংস্থা লাইট হাউজের আয়োজনে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সভা কক্ষে এইচআইভি এইডস এর উপর এডভোকেসী সভায় সিভিল সার্জন উপরোক্ত কথাগুলো বলেন।
সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য অফিসার জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ রায়।
লাইট হাউজের তারিক হাসানের প্রেজেন্টেশনের মাধ্যমে এডভোকেসী সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার শাকির আহম্মেদ, আলতাফ হোসেন, লাইট হাউজের মারিয়া মাহজাবিন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জি.এম জব্বার চিশতী সহ অন্যান্য এনজিও এবং বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।