৩য় বর্ষের মান-উন্নয়ন শেষ হওয়ার আগে ৪র্থ বর্ষের পরীক্ষা নয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সাকাল ১১ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তোলারাম কলেজের সামনে থেকে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মানববন্ধনে ছাত্রছাত্রীদের মুখে স্লোগান ছিল ৩য় বর্ষের মান-উন্নয়ন শেষ হওয়ার আগে ৪র্থ বর্ষের পরীক্ষা নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে জানিয়েছে ক্রাস পোগ্রামের মাধ্যমে সেশন জট কমাবে। এতে আমরা খুশি। ক্রাস প্রোগাম মানে এই নয় আমরা একটা সিলেবাস শেষ করার সময়টা পাব না। সিলেবাস শেষ না করে আমরা কি পরীক্ষা দিব। কোন রকম পাশ করার জন্য আমরা পড়ছি না। সামনে আমাদের ক্যারিয়ার আছে।

গত ১ ফেব্রুয়ারীতে যে রুটিন প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানতে পারি অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা ২০ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। এক রাতের ব্যবধানে দুইটি পরীক্ষা নিলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা। তাদের দাবী না মানা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তোলারাম কলেজের গনিত বিভাগের ছাত্রছাত্রীরা।

মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেন সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের গনিত বিভাগের ছাত্রছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

add-content

আরও খবর

পঠিত